Site icon Jamuna Television

মিয়ানমারে পাহাড় নিধন; নদী সাঁতরে টেকনাফে মা হাতি

প্রতীকী ছবি

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে এলো একটি মা হাতি। গতকাল মিয়ানমারের সীমান্ত দিয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা দিয়ে হাতিটি এই পাড়ে আসে।

এই সময় বনকর্মীরা হাতিটিকে নিরাপদে পাহাড়ে ঢুকিয়ে দেয়। এটি বর্তমানে নয়াপাড়া মোছনী পাহাড়ী এলাকায় রয়েছে।

বনবিভাগের টেকনাফ রেঞ্জের কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরিয়ে আসা হাতিটি একটি মা হাতি। হাতিটির গতিবিধির উপর নজর রাখছে বনকর্মীরা। মিয়ানমারেও পাহাড় নিধনের ফলে হাতিটি এই পাড়ে চলে আসতে পারে বলে জানান তিনি।

এছাড়া সীমান্তে আরও কয়েকটি হাতির অবস্থান লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Exit mobile version