Site icon Jamuna Television

টিকটক অপু আদালতে, ৩ দিনের রিমান্ড চাইবে পুলিশ

টিকটক ভিডিও নির্মাতা অপু

রাজধানীর উত্তরায় পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা অপুকে আদালতে নেয়া হয়েছে।
এ ঘটনায় আদালতে তিন দিনের রিমান্ড চাইবে পুলিশ। উত্তরার সেক্টর-৬ থেকে গত রাতে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

হামলার শিকার রবিন জানায়, তিনি ও তার বন্ধুরা উত্তরার ৮ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে আড্ডা দিচ্ছিলেন। সেখানে অপু ৬০ থেকে ৭০ জন বিভিন্ন বয়সের কিশোর নিয়ে লাইকি ও টিকটক ভিডিও বানাচ্ছিল। সেখানেই বসে চিৎকার-চেঁচামেচি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল তারা।

এসময় প্রাইভেট কার নিয়ে গলি থেকে বের হওয়ার সময় রাস্তা বন্ধ দেখে গাড়ির হর্ন বাজান রবিন। সরে যেতে বলেন তাদের। এতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রবিনের উপরে হামলা চালায় অপু।

হামলায় রবিনের মাথা ফেটে যায়। এই ঘটনায় উত্তরার পূর্ব থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হয় অপু।

Exit mobile version