Site icon Jamuna Television

চসিকের প্রশাসক হচ্ছেন খোরশেদ আলম সুজন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়া হয়েছে। আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র আ জ ম নাছির উদ্দিনের শেষ কর্মদিবস। এর আগেই আজ মঙ্গলবার এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রসাশক নিয়োগের কথা জানালেন।

করোনা পরিস্থিতির কারণে এবার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে হচ্ছে চট্টগ্রামের আলোচিত এ মেয়রকে। সরকার মনোনীত প্রশাসকের হাতেই গেল চসিকের দায়িত্বভার।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। খোরশেদ আলম সুজন ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালেও ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

Exit mobile version