Site icon Jamuna Television

লকডাউন কার্যকরে সেনা মোতায়েন করবে অস্ট্রেলিয়া

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় লোকজনকে লকডাউন মানাতে সেনা মোতায়েন করা হচ্ছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যাবহুল রাজ্য ভিক্টোরিয়ায়।

মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ। করোনার ভয়াবহতায় আগের দিন ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ ঘোষণার পাশাপাশি রাজ্যজুড়ে লকডাউন আরোপ করা হয়। সেই লকডাউন কার্যকরে কাজ করবে সেনাবাহিনী।

রয়টার্সের খবরে বলা হয়, যারা কোয়ারেন্টাইন মানবে না তাদের জরিমানাও করা হবে। এদিকে অস্ট্রেলিয়ায় শুরু থেকে সীমান্ত বন্ধ, কঠোর লকডাউন আরোপ, নিবিড় পরীক্ষার কারণে অন্যান্য উন্নত দেশের চেয়ে করোনা মোকাবেলায় অনেক বেশি সফল।

এপর্যন্ত দেশটিতে করোনায় ১৯ হাজার মানুষ আক্রান্ত ও ২৩২ জন মারা গেছেন। তবে সম্প্রতি দেশটি লকডাউন শিথিল করার পর থেকেই অন্যতম বড় শহর মেলবোর্নসহ ভিক্টোরিয়া রাজ্যে কয়েক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বেড়ে গেছে। সোমবার একদিনেই ভিক্টোরিয়া রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন আর প্রাণহানি ঘটেছে ১১ জনের।

Exit mobile version