Site icon Jamuna Television

ব্যান করা হচ্ছে অপু ও মামুনের টিকটক-লাইকি আইডি

বিতর্কিত টিকটকার অপু ও মামুনের টিকটক ও লাইকি আইড ব্যান করা হবে বলে জানা গেছে। টিকটক ও লাইকিতে অসঙ্গতিপূর্ণ কন্টেন্ট তৈরি করার দায়ে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রাইভেট টিম ‘সাইবার ৭১’।

সোমবার নিজেদের ফেসবুই পেইজে এমন তথ্য জানায় তারা।

সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে এক পথচারীর সাথে অশালীন ও উগ্র আচরণের দায়ে অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

Exit mobile version