Site icon Jamuna Television

অপুর আইডি ব্যান করলো লাইকি কর্তৃপক্ষ

বিতর্কের মুখে টিকটক অপুর লাইকি অ্যাকাউন্ট ব্যান করে দিল লাইকি কর্তৃপক্ষ। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন ঘোষণা দেয় লাইকি বাংলাদেশ।

এরআগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাধারণ নাগরিকদের হেনস্তা এবং মারধর করার অপরাধে টিকটক ভিডিও নির্মাতা অপুকে গ্রেফতার করে পুলিশ।

এরপর, মঙ্গলবার (৪ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Exit mobile version