Site icon Jamuna Television

প্রেমিকাকে মেসেজ দেওয়ায় মাদ্রাসাছাত্রকে পেটালো প্রেমিক

শেরপুরে এক কিশোরকে ডেকে নিয়ে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ৫ কিশোরকে আটক করেছে পুলিশ।

আটকৃতরা হলো, গোপালবাড়ি এলাকার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৭) আমিনুল ইসলাম বাবুলের ছেলে শুভ (১৬), বিল্লাল হোসেনের ছেলে আরমান (১৭), সুজন মিয়ার ছেলে সাজেদুল (১৬) ও সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬)।

ভিডিওতে দেখা যায়, প্রেমিকাকে মেসেজ দেওয়ায় এক মাদ্রাসা ছাত্রকে ডেকে এনে পুরাতন পৌর ভবনের দোতালায় পাঁচজন কিশোর প্রায় ৪০ মিনিট ধরে বেল্ট দিয়ে নির্মম ভাবে পেটাচ্ছে।

নির্যাতনের শিকার স্থানীয় ওই মাদ্রাসার ছাত্রকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, কোন এক মেয়েকে মেসেজ দেয়ার ঘটনায় আটককৃতরা এ ঘটনা ঘটায় বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।

Exit mobile version