Site icon Jamuna Television

আইপিএল থেকে সরে গেলে চীনা মোবাইল কোম্পানি ভিভো

শেষ পর্যন্ত আইপিএল থেকে সরে গেল চীনা মোবাইল কোম্পানি ভিভো। চুক্তি থাকলেও মঙ্গলবার স্বত্ত্ব ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

সীমান্তে চীনের সাথে দ্বন্দ্বের কারণে ভারত জুড়েই দেয়া হচ্ছে চীনা পণ্য বর্জনের ডাক। এমন পরিস্থিতিতে আইপিএল থেকে ‘ভিভো’কে সরানোর দাবি ওঠে। এরইমধ্যে ভারতে ১৯টি চীনা অ্যাপস নিষিদ্ধও হয়েছে। সাধারণ মানুষের রোষানলে শেষ পর্যন্ত আইপিএল থেকে সরে গেলে ভিভো। আলোচনার মাধ্যমে চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ভিভো ও বিসিসিআই।

বোর্ডের একটি সূত্র বলছে আপাতত শুধু এক বছরের জন্যই বিচ্ছেদ। চীনের সাথে সম্পর্কের উন্নতি হলে আগামী বছর আবারও ফিরতে পারে ভিভো। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে তিন বছরের চুক্তি হতে পারে ২০২১ সালে। এর আগে আইপিলের সাথে ২০১৭ সালে ৫ বছরের চুক্তি করেছিলো ভিভো। প্রতিবছর ৪৪০ কোটি রুপি পেত বিসিসিআই।

Exit mobile version