Site icon Jamuna Television

করোনায় ক্ষতিগ্রস্ত ১৬০ দেশের ১০০ কোটি শিক্ষার্থী: জাতিসংঘ

করোনায় ক্ষতিগ্রস্ত ১৬০ দেশের ১০০ কোটি শিক্ষার্থী: জাতিসংঘ

করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৬০ দেশের ১০০ কোটি শিক্ষার্থী। প্রি-স্কুল থেকে ঝরে পড়েছে ৪ কোটি শিশু। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন এ তথ্য। একে ভয়াবহ বিপর্যয় বলে উল্লেখ করেছেন তিনি।

মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপদে ক্লাসরুমে ফিরিয়ে নেয়াকেই সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত এই মুহূর্তে। ‘সেভ আওয়ার ফিউচার’ নামে কর্মসূচির উদ্বোধনী আয়োজনে এসব কথা বলেন গুতেরেস। জানান, অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত কোটি কোটি শিশু। এতে বৈষম্য বাড়বে বলে আশঙ্কা করেন তিনি।

গুতেরেস বলেন, শিক্ষাখাতে বিশাল আঘাত করেছে কোভিড-১৯। অনলাইন ক্লাসের সুবিধা থেকে বঞ্চিত বিশাল অংশের শিক্ষার্থীরা। প্রতিবন্ধি শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষা প্রয়োজন তা সম্ভব হচ্ছে না। সুযোগ বঞ্চিতদের তালিকায় আছে শরণার্থী শিক্ষার্থীরাও।

Exit mobile version