Site icon Jamuna Television

করোনাকালে দেশের কয়েকটি জেলায় আঘাত হেনেছে দীর্ঘস্থায়ী বন্যা

করোনাকালে দেশের কয়েকটি জেলায় আঘাত হেনেছে দীর্ঘস্থায়ী বন্যা

করোনাকালেই দেশের বেশ কয়েকটি জেলায় আঘাত হেনেছে দীর্ঘস্থায়ী বন্যা। অবশ্য উজানের ঢল কমে আসায় এবং নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরগতিতে কমছে প্রধান প্রধান নদ-নদীর পানি। তবে জলবন্দি মানুষের দুর্ভোগ কাটেনি।

বন্যায় যমুনা ও পদ্মা তীরবর্তী জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, মুন্সীগঞ্জ ও মাদারীপুরে আছে নদীভাঙনও। তাঁতনির্ভর বেলকুচিতেই ক্ষতিগ্রস্ত অন্তত ৫০ হাজার তাঁতী।

শরীয়তপুরের প্রায় ৫ লাখ মানুষ দুর্যোগের মুখে। খাদ্য ও খাবার পানির অভাবে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ীর লাখো মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কুড়িগ্রামে প্রায় তিন লাখ মানুষ জলবন্দি। ৯ উপজেলার মধ্যে চিলমারীর বেশিরভাগ এলাকা এখনও তলিয়ে। দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে।

Exit mobile version