Site icon Jamuna Television

ওসি প্রদীপসহ ৯ জনকে আসামি করে সাবেক মেজর সিনহার বোনের মামলা

সিনহা হত্যা মামলার বিচার, সাক্ষ্যগ্রহণ ও জেরার প্রথম দিন।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় মামলা করেছেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে মামলা করেন তিনি।

সকালে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করা হয়। এতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশকে দ্বিতীয় এবং আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। র‍্যাব কে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত। পাশাপাশি ৭ দিনের মধ্যে তদন্তের বিষয়ে জানাতে বলেছেন বিচারক।

ঘটনার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন পরিবার ও মামলার আইনজীবী এডভোকেট মোস্তফা।

এরআগে সকাল ৯ টার দিকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলার আবেদন করেন বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এরপর শুনানি শেষে মামলার তদন্তের দায়িত্ব র‍্যাবকে দেয় আদালত।

উল্লেখ্য, টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় ৩১ জুলাই রাত ৯টার দিকে মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের শিকার হন।

Exit mobile version