Site icon Jamuna Television

আজ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী

আজ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকালে বনানী কবরস্থানে দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদনের পর শেখ কামাল’সহ ৭৫ এর ১৫ই আগস্ট ঘাতকদের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।

পরে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এর আগে শেখ কামালের হাতে প্রতিষ্ঠিত ধানমন্ডির আবাহনী ক্লাবে এই ক্রীড়া সংগঠকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

Exit mobile version