Site icon Jamuna Television

করোনায় ৫ মাস বন্ধের পর আজ খুলেছে সিএমএম ও জজ আদালত

করোনায় ৫ মাস বন্ধের পর আজ খুলেছে সিএমএম ও জজ আদালত

করোনা পরিস্থিতিতে প্রায় ৫ মাস বন্ধ থাকার পর আজ খুলেছে সিএমএম ও জজ আদালত। শারীরিক উপস্থিতির মধ্যদিয়ে চলবে কার্যক্রম।

তবে আইনজীবীর বলছেন, আদালতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করা কঠিন হবে। দীর্ঘদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চলার পর সুপ্রিম কোর্ট প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এই নিদ্ধান্ত নেন।

গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি মেনে আদালতে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়। এর আগে গত ২৬ মার্চ থেকে আদালতের কার্যক্রম বন্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল।

Exit mobile version