Site icon Jamuna Television

এবার জাতীয় ফুটবল দলে করোনার হানা

এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে করোনা হানা দিয়েছে। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষসহ আজ বুধবার আরও ৩ জনের করোনা পজেটিভের খবর পাওয়া গেছে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের জন্য ঘোষিত প্রাথমিক দলের ২০ জনের আজ
বুধবার করোনা পরীক্ষা করানো হয়।

৩ আগস্ট করোনা পরীক্ষা করিয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। আজ তার হাতে পৌঁছায় করোনা পজেটিভের রিপোর্ট। এরপর বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে আরও ২০ ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। সেখানে নাজমুল ইসলাম রাসেল, এমএস বাবলুসহ মোহাম্মদ মাসুদ রেজার করোনা পজেটিভ আসে।

বুধবার থেকে শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না এই ৪ ফুটবলার। আগামীকাল বাকি ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে।

ইউএইস/

Exit mobile version