Site icon Jamuna Television

সিরিয়াল ভেঙে ফেরিতে ওঠার চেষ্টা করায় বিএনপি নেতা আলালের গাড়ি ফিরিয়ে দিলেন ওসি

রাজবাড়ী প্রতিনিধি :

দৌলতদিয়া ফেরিঘাটে সিরিয়াল ভেঙে আগে ফেরিতে ওঠার চেষ্টা করায় বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের গাড়ি ফিরিয়ে লাইনের পেছনে পাঠিয়ে দিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। আলাল বিএনপির যুগ্ম মহাসচিব। তার গ্রামের বাড়ি বরিশালে। তিনি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গাড়িতে তার এক নাতিসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। নাতি অসুস্থ। স্থানীয় কয়েকজন নেতা-কর্মী বিষয়টি জানতে পেরে দ্রুত গাড়িটি নদী পার করে দেওয়ার কথা বলেন। তিনি ভেবেছিলেন, ওই নেতা-কর্মীরা ঘাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটা বন্দোবস্ত করেছেন। বিষয়টি জানার পর তিনি গাড়ি সরিয়ে লাইনের পেছনে নিয়ে আসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এখন কর্মমুখী মানুষ রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন। ফলে দৌলতদিয়া ফেরিঘাটে মানুষ ও গাড়ির চাপ বেড়েছে। এ অবস্থায় বুধবার দুপুরে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো চ-৫১-৮৩৯২) সিরিয়াল ভেঙে উল্টো পথে ফেরিঘাটে প্রবেশ করে। গাড়িটি ৫ নম্বর ঘাটে গিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করে। এ সময় ঘাটে কর্তব্যরত গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান সেখানে যান। তিনি গাড়িটির গতি রোধ করে নিয়ম ভাঙার কারণ জানতে চান।

তারপর তিনি দেখতে পান, গাড়িটির ভেতরে রয়েছেন বিএনপির নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গাড়িটিকে নিয়ম মেনে ফেরিতে ওঠার জন্য লাইনের পেছনে পাঠিয়ে দেওয়া হয়। পরে ওই বিএনপি নেতা গাড়ি থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য পুলিশকে ধন্যবাদও দেন। এরইমধ্যে ঘাটে গাড়ির সংখ্যা কমে যায়। ফলে কিছু সময় পর নিয়ম মেনেই ফেরিতে ওঠে আলালের গাড়িটি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাট দিয়ে এখন ‘ভিআইপি’ হিসেবে পারাপারের কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় ওই বিএনপি নেতার গাড়িটি সিরিয়াল ভেঙে আগে ফেরিতে ওঠার চেষ্টা করছিল। তাকেও নিয়ম মেনে ফেরিতে ওঠার অনুরোধ জানিয়ে গাড়িটি লাইনের পেছনে পাঠিয়ে দেওয়া হয়। সবাই নিয়ম মেনে চললে দৌলতদিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রী ও যানবাহনের ভোগান্তি কম হবে বলে উল্লেখ করেন তিনি।

ইউএইস/

Exit mobile version