Site icon Jamuna Television

বৈরুত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে

বৈরুত বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে

লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। এ ঘটনায় জারিকৃত দু’সপ্তাহের জরুরি অবস্থা কার্যকর হয়েছে। তদন্ত চলাকালীন গৃহবন্দী করা হয়েছে বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তাকে।

কাস্টমস বিভাগের প্রধান বদ্রি দাহেরের দাবি, মজুদকৃত যে রাসায়নিক থেকে এ বিস্ফোরণ, তা সরানোর নির্দেশ দিয়েছিলো তার সংস্থা। কিন্তু এ নির্দেশ মানেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে লেবানিজ প্রেসিডেন্ট মাইকেল অন বলেন, কোনো শব্দ বা ভাষায় এ দুর্ঘটনার ভয়াবহতা ব্যাখ্যা করা সম্ভব নয় মানুষের পক্ষে।

ব্রিটিশ গবেষকরা বলছেন, ইতিহাসের ভয়াবহতম অ-পারমাণবিক বিস্ফোরণ এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় ফেলা আণবিক বোমার ১০ ভাগের এক ভাগ শক্তিতে বিস্ফোরিত হয়েছে মজুদকৃত ২৭শ’ ৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট।

Exit mobile version