Site icon Jamuna Television

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৮ রোগী

ভারতের গুজরাটের আমেদাবাদের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ৮ রোগী মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি।

জানা যায়, গুজরাটের নবরঙপুর এলাকার এক বেসরকারি হাসপাতালের আইসিইউতে আগুন লাগে। যারা মারা গেছেন সবাই প্রত্যেকেই আইসিইউতে ভর্তি ছিলেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা রোগী ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, শর্ট সার্কিটের কারণে ওই আগুন লেগেছে।

অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যাবিশিষ্ট ওই হাসপাতালে ভর্তি ছিলেন মোট ৪৫ জন করোনা রোগী।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Exit mobile version