Site icon Jamuna Television

জম্মু ও কাশ্মিরের নতুন গর্ভনর বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু ও কাশ্মিরের নতুন লেফটেন্যান্ট গর্ভনর হিসেবে নিয়োগ পেলেন, বিজেপি নেতা মনোজ সিনহা। বৃহস্পতিবার, ভারতীয় প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয় এ সিদ্ধান্ত।

খুব শিগগিরই কেন্দ্রশাসিত উপত্যকার দায়িত্ব নেবেন ৬১ বছরের এই রাজনীতিক। ১৯৮২ সাল থেকে ভারতীয় রাজনীতির সাথে জড়িত এই বিজেপি নেতা তিনবার লোকসভার সদস্য নির্বাচিত হন। রয়েছে রেলমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও।

বুধবার, জম্মু ও কাশ্মিরের লেফটেন্যান্ট গর্ভনর পদ থেকে অব্যাহতি দেন, গিরিশ চন্দ্র মুর্মু। প্রভাবশালী এ আমলা দেশের পরবর্তী কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল পদে লড়াইয়ে নামতে ইচ্ছুক।

ধারণা করা হচ্ছে, এই ফ্রন্টরানারই পেতে পারেন দেশের মর্যাদাপূর্ণ পদটি। নরেন্দ্র মোদি চার মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে, তার প্রশাসনের জন্য কাজ করেছেন মুর্মু।

Exit mobile version