Site icon Jamuna Television

করোনা: ইন-অ্যাক্টিভেটেড ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত চীন

করোনা: ইন-অ্যাক্টিভেটেড ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত চীন

কোভিড-১৯ প্রতিরোধে বিশ্বের প্রথম ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে প্রস্তুত চীন। পরীক্ষামূলক ভ্যাকসিনটি চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার আগেই এটি উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে বেইজিংয়ের একটি কারখানাকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ জানায় এ তথ্য।

বলা হয়, জুলাইয়ের মাঝামাঝিতে বায়োসেইফটির সব পরীক্ষায় উৎরে গেছে কারখানাটি। এখন যেকোনো সময় ভ্যাকসিন উৎপাদন শুরু করা সম্ভব।

দাবি করা হয়, নকশা থেকে শুরু করে নির্মাণ সব পর্যায়ে উচ্চ মাত্রার বায়োসেইফটি নিশ্চিত করা বিশ্বের একমাত্র কারখানা এটি। এবং ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন উৎপাদনকারী সবচেয়ে বড় কারখানা। বছরে উৎপাদন করতে পারবে ২২ কোটি ডোজ।

এ লক্ষ্যে উহান ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টসের সাথে যৌথভাবে কাজ করছে চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ।

Exit mobile version