Site icon Jamuna Television

আরব আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন (ভিডিও)

আরব আমিরাতের মার্কেটে ভয়াবহ আগুন

আরব আমিরাতের আজমান শহরের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমান শহরের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আরব নিউজ।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আগুন লাগার পরই কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ছে। এদিকে করোনাভাইরাসের কারণে আজমানের ওই মার্কেট গত চার মাস ধরে বন্ধ ছিল। আর সেজন্য আগুন লাগার সময় আশপাশে বেশি সংখ্যক মানুষের উপস্থিতি ছিল না।

এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version