Site icon Jamuna Television

মালয়েশিয়ায় রায়হান কবির ১৩ দিনের রিমাণ্ডে

কোডিভ-১৯ মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরকে ১৩ দিনের রিমাণ্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমাণ্ড চাইলে আদালত ১৩ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই তারা জানতে পারেন রায়হানকে আজ আদালতে হাজির করে ফের রিমাণ্ড চাইবে পুলিশ। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন।

সুমিতা শান্তিনি কিষনা জানান, রায়হান আগের মতোই বলেছে, তিনি যা দেখেছেন তাই বলেছেন। তবে মালয়েশিয়ার কাউকে আহত করা তার উদ্দেশ্যে ছিল না। রায়হানের বিরুদ্ধে এখনো কোন অভিযোগ আনতে পারেনি পুলিশ।

Exit mobile version