Site icon Jamuna Television

টাকা দিয়ে ফলোয়ার কেনেন দীপিকা-প্রিয়াঙ্কা!

টাকা দিয়ে ফলোয়ার কেনেন দীপিকা-প্রিয়াঙ্কা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা দিয়ে ফলোয়ার কেনার মত ঘটনা বাড়ছেই। এবার এই বিষয়টিতে নজর দিয়েছে মুম্বাই পুলিশ। বিষয়টিকে গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে মুম্বাই পুলিশ। তদন্তে বলিউডের বেশ ক’জন বড় তারকার নাম বেরিয়ে এলো, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের মতো তারকারাও রয়েছেন। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, প্রাথমিকভাবে আটজনকে ডাকা হলেও ভারতীয় পুলিশ ১৭৬ জনের নাম পেয়েছেন, যারা ফলোয়ার কেনার সঙ্গে যুক্ত।

এদিকে মুম্বাইয়ের যুগ্ম পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে তারা এরকম ৫৪টি ফার্ম খুঁজে পেয়েছেন, যারা এসব ফেক অ্যাকাউন্ট দেখাশোনা করে। তাই সোশ্যাল দুনিয়ায় এই ফেক আইডি চালানো ফার্ম গুলির কার্যকলাপ ফাঁস করতে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের বিশিষ্ট কয়েকজনকে নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যেই অভিষেক দিনেশ দাউদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যে আন্তর্জাতিক এক সংস্থার সঙ্গে এই ফেক আইডি সংক্রান্ত কার্যকলাপে জড়িত ছিল।

Exit mobile version