Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের আরিজোনার কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনায় আক্রান্ত

মার্কিন অঙ্গরাজ্য আরিজোনার একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন।

দ্য আরিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে। তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরিজোনার জনসংখ্যা ৭৩ লাখ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ২৪ হাজার করোনায় আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক।

Exit mobile version