Site icon Jamuna Television

প্রদীপ-লিয়াকত’সহ ৯ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রুজু

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় আদালতে দায়ের হওয়া মামলাটি টেকনাফ মডেল থানায় নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলাটি রুজু হয়।

আদালতের আদেশে, মামলাটি এখন তদন্তের জন্য টেকনাফ মডেল থানা থেকে র‍্যাব ১৫ এর কাছে পাঠানো হবে।

মামলার আসামি, বাহারছরা শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রত্যাহার হওয়া পরিদর্শক লিয়াকত আলী, প্রত্যাহার হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন। ৫ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মেজর সিনহার পরিবার।

Exit mobile version