Site icon Jamuna Television

চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন খোরশেদ আলম সুজন

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, দুর্নীতি করলে তার হাত থেকে ছাড় পাবে না কেউ।

সকালে সিটি করপোরেশনে সাবেক মেয়র আ জ ম নাছিরের উপস্থিতিতে কর্মকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে খোরশেদ আলম সুজন দায়িত্ব নেন। কথা বলেন করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সাথে। কিছু জরুরি ফাইলেও সাক্ষর করেন তিনি।

খোরশেদ আলম সুজন বলেন, তার মেয়াদ ৬ মাস বা ১৮০ দিন। এর প্রতিটা দিনই তিনি রাস্তায় থেকে জনগণের সেবায় কাজ করে যাবেন। যারা অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর হবার হুঁশিয়ারিও দেন নতুন প্রশাসক।

Exit mobile version