Site icon Jamuna Television

মহামারিতে অর্থনৈতিক ধাক্কার পাশাপাশি, সুযোগও তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

করোনা মহামারিতে অর্থনৈতিক ধাক্কার পাশাপাশি, সুযোগও তৈরি হয়েছে। তাই দুর্যোগ সামলে দেশে বিনিয়োগ আর্কষণে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, দুর্যোগের সময়ে অনেক দেশেই বিনিয়োগ বন্ধ রয়েছে। কিন্তু তার বিপরীতে বাংলাদেশের আছে জমি এবং জনবল। এসব সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ তৈরির পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির গতি ধরে রাখতে সরকার বদ্ধ পরিকর। তাই দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব ধরণের সহায়তা নিশ্চিত করা হবে।

Exit mobile version