Site icon Jamuna Television

কাশ্মির ইস্যুতে জাতিসংঘে আবারও মুখোমুখি চীন-ভারত

ভারত অধিকৃত কাশ্মির নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি হয়েছে চীন-ভারত। কাশ্মিরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বছরপূর্তির দিনই নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চীন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মির সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চীন। কিন্তু এটি দ্বিপক্ষীয় বিষয় বলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিরোধিতা করে ভারত।

এর পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেন।

তিনি বলেন, এটিই প্রথম নয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীন কথা বলেছে। আমাদের ঘরোয়া বিষয়ে চীনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে, এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক।

নিরাপত্তা পরিষদে কাশ্মির ইস্যুটি উত্থাপনের পর প্রথমে চীনকে সমর্থন জানিয়েছিল ইন্দোনেশিয়া। কিন্তু পরে তারা সে সমর্থন প্রত্যাহার করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।

ইউএইস/

Exit mobile version