Site icon Jamuna Television

সালমানের বিরুদ্ধে কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ

সালমানের বিরুদ্ধে কানাডায় ঘাতক দল পাঠানোর অভিযোগ

সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করতে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান কানাডায় ঘাতক দল পাঠিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেন সাদ আল জাবরি নামের ওই কর্মকর্তা। এতে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশোগির হত্যা করা হয়। এর পরপরই সাদ আল জাবরিকে হত্যা প্রচেষ্টা চালানো হয়।

সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা বর্তমানে কাডানার নাগরিক। পেশাদার খুনিদের ওই দল তাকে হত্যা করতে কানাডায় যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব বা কানাডার সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version