Site icon Jamuna Television

কানাডা সফর নিয়ে গণমাধ্যমে সংবাদের বিষয়ে বিব্রত হানিফ

কানাডা সফর নিয়ে গণমাধ্যমে সংবাদের বিষয়ে বিব্রত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে যমুনা নিউজকে এ কথা বলেন তিনি। তিনি জানান, তার ভাই’সহ পরিবারে একাধিক সদস্য গুরুতর অসুস্থ থাকায় বিশেষ ফ্লাইটে কানাডা যান তিনি। বিশেষ ফ্লাইটের শিডিউল পেয়ে সকালে ফিরেছেন দেশে।

হানিফ জানান, এখন থেকে দলের সব কার্যক্রমে আবারও সক্রিয় অংশগ্রহণ থাকবে তার।

এরআগে, গত ১৯ জুন (শুক্রবার) কানাডায় স্থায়ীভাবে বসবাসরত তার পরিবারের সদস্যদের সাথে দেখা করতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কানাডায় যান মাহবুবুল হক হানিফ।

Exit mobile version