Site icon Jamuna Television

নোবেলের ইউটিউব চ্যানেল ব্যান, কয়েক ঘণ্টা পর ফেরত

সমালোচিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল এর ‘নোবেল ম্যান’ নামের ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়। পরে ঘণ্টাখানেক পর চ্যানেলটি আবার ফেরত পেয়েছেন তিনি।

জানা যায়, সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’ দাবি করে তাদের রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় ওএলডি ম্যাক্সট্যানের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। তখন Noble Man নামে ১.৪ মিলিয়ন নিয়ে ইউটিউব চ্যানেলটি খুঁজে পাওয়া যায় না।

পরে ঘণ্টা খানেক পর আবার চ্যানেলটি ফিরে পান মঈনুল আহসান নোবেল। এ বিষয়ে ‘ওএলডি ম্যাক্সট্যান’ তাদের ফেসবুক পেইজে রি পোস্ট করে তথ্যটি নিশ্চিত করে।

উল্লেখ্য, নোবেল কলকাতার জি বাংলায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন অভিযোগে তিনি বিতর্কের জন্ম দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কটুক্তিমূলক মন্তব্য করে পরে ক্ষমা চান।

Exit mobile version