Site icon Jamuna Television

ভারত করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে গেছে

ভারত করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে গেছে

করোনাভাইরাসের নতুন হটস্পট হয়ে উঠেছে প্রতিবেশী ভারত। আগস্টের প্রথম সপ্তাহে নতুন সংক্রমণ শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে ছাড়িয়ে গেছে দেশটি।

শুক্রবারও দেশটিতে দ্বিতীয় দিনের মতো ৬০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়। প্রাণ হারিয়েছেন আরও ৯৪০ জন।

দৈনিক হিসাব অনুসারে, এটাই করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু ভারতে। দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো সাড়ে ৪২ হাজার। আক্রান্ত দুই কোটি ৯০ হাজারের মতো।

এদিকে চলতি মাসের প্রথম ৭ দিনেই দেশটিতে তিন লাখ ২৮ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। কয়েকদিনে প্রাণহানির দিক দিয়ে তৃতীয় অবস্থানে ভারত।

সর্বোচ্চ সংক্রমণ ঝুঁকিতে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার ও তেলেঙ্গানা। বিস্তাররোধে চলতি মাসজুড়ে কয়েক ধাপে রাজ্যজুড়ে লকডাউন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

Exit mobile version