Site icon Jamuna Television

মির্জাপুরে ডোবা থেকে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে ডোবা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ।

আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার জুইযুঁথি ফিলিং স্টেশনের পাশের ডোবা থেকে তাদের লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।

দুই যুবকেরই পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন, মাসুদ রানা (৩৬), পিতা ফরিদ হোসেন বেপারী, গ্রাম শান্তিনগর, উপজেলা-চিলমারী, জেলা- কুড়িগ্রাম এবং অপরজন হলেন মো. মামুন (৩৪), পিতা মকবুল হোসেন, গ্রাম-চানবাড়ি, উপজেলা-রংপুর কোতোয়ালী, জেলা-রংপুর।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফুল ইসলাম এবং মির্জাপুর থানার সহকারী উপ পরিদর্শক দিপু জানান, সকালে স্থানীয়রা ওই ডোবার পানিতে একটি মোটর সাইকেলের হেলমেট ও একটি লাশ দেখতে পেয়ে খবর দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযান চালিয়ে প্রথমে একটি লাশ ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। পরে ডুবুরি দল ২০ মিনিট পরে আরও একটি লাশ পানির নিচ থেকে উদ্ধার করে। দুই যুবকের লাশ গলাকাটা ছিল। ঘটনাস্থল থেকে কয়েকটি কাপড়ের ব্যাগ, কয়েকটি মোবাইল ফোন এবং একটি মোটর সাইকেল (ঢাকা-মেট্রো ল-২৭-৫৫৩৮) উদ্ধার করা হয়েছে।

Exit mobile version