Site icon Jamuna Television

রাজধানীর আশপাশে বন্যা পরিস্থিতির অবনতি

রাজধানীর আশপাশে বন্যা পরিস্থিতির অবনতি

প্রধান নদ নদীতে পানি কমলেও অভ্যন্তরীণ প্রবাহ বেড়ে রাজধানীর আশপাশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

ঢাকার আশপাশের নদীগুলোর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। টঙ্গী, গাজীপুর, সাভারসহ আশপাশের পানিবন্দি এলাকাগুলোর দুর্ভোগ পৌঁছেছে চরমে।

মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও তলিয়ে আছে। পানি নামলেও সে গতি খুবিই মন্থর। মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরের চর ও নিচু এলাকা জলমগ্ন। বিভিন্ন জায়গায় খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট আছে এখনো। দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ।

তবে উত্তরের দুর্গত জেলাগুলো থেকে পানি নেমে যাওয়া অব্যাহত আছে। এতে বানভাসি মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করে ঘুরে দাড়ানোই বড় চ্যালেঞ্জ বন্যা কবলিত এলাকায়।

Exit mobile version