Site icon Jamuna Television

কলাবাগান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাটে সাঈদ ইসলাম সানি নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বিহারীপাড়া বিলের একটি কলাবাগান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্যমতে, গতকাল শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয় সানি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, জবাই ছাড়াও তার শরীরে বিভিন্ন স্থানে জখম রয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড।

সানি পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে।

Exit mobile version