Site icon Jamuna Television

মেজর সিনহা নিহত: আটক সিফাতের মুক্তির দাবিতে মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ

কক্সবাজারে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের সময় তার সাথে থাকা সিফাতের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

দুপুরে সিফাতের নিজ এলাকা বামনায় এ কর্মসূচি পালনের প্রস্তুতি নেয় তার সহপাঠি, বন্ধুরা ও শুভাকাঙ্খীরা। অভিযোগ, হঠাৎ পুলিশ এসে তাদের কর্মসূচি বন্ধ করতে বলে। এক পর্যায়ে লাঠিপেটা করে মানববন্ধনে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।

পুলিশের দাবি, আগে থেকে অনুমতি না নেয়ায় তারা কর্মসূচি পালন করতে দেন নি। তবে আয়োজনকারীদের দাবি, এর আগে কয়েকবার অনুমতি চেয়ে না পেয়ে আজ তারা কর্মসূচি পালন করেন।

Exit mobile version