Site icon Jamuna Television

পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

১ম টেস্টে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের দেয়া ২৭৭ রানের টার্গেট জশ বাটলার আর পেসার ক্রিস ওকসের জোড়া ফিফটিতে ছুয়ে ফেলে স্বাগতিকরা।

ওল্ড ট্রাফোর্ডে আগের দিনের ৮ উইকেট ১৩৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ৩২ রান যোগ করে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩২৬ রানের জবাবে ইংল্যান্ড ২১৯ রানে অলআউট হওয়ায়, জয়ের জন্য ২৭৭ রানের চ্যালেঞ্চিং স্কোর পায় রুটের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ইল্যান্ড ব্যাটসম্যানদের চাপে ফেলে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস, নাসিম শাহদের পেসের সাথে ইয়াসির শাহর স্পিন যোগ হলে ১১৭ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। চাপে পড়ে ইলিংশদের ইনিংস মেরামত করেন জশ বাটলার। তাকে দারুন সঙ্গ দেন ক্রিস ওকস। বাটলারের ৭৫ আর ৮৪ রানের হার না মানা ইনিংস খেলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা ওকস।

Exit mobile version