Site icon Jamuna Television

বৈরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

বৈরুতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,পুলিশ সদস্য নিহত

বৈরুত বন্দরে বিস্ফোরণের পর লেবাননে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। সংঘাতে প্রাণ গেছে এক পুলিশ সদস্যের। আহত প্রায় সাড়ে ৭শ’ মানুষ।

শনিবার রাজধানীর মার্টার্স স্কয়ারে জড়ো হয় প্রায় ১০ হাজার বিক্ষুব্ধ জনতা। অর্থ-জ্বালানি’সহ ৬টি মন্ত্রণালয়ে ভাঙচুর চালায় অনেকে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে দাঙ্গা পুলিশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিক্ষুব্ধদের উৎখাত করে সেনাবাহিনী। সেখানে প্রেসিডেন্ট মাইকেল অউনের ছবিতে আগুন দেয় বিক্ষোভকারীরা। হামলা হয়েছে লেবাননের ব্যাংক সমিতির কার্যালয়েও।

মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজনীতিবিদদের ফাঁসির দাবি বিক্ষোভকারীদের। ওই বিস্ফোরণে মারা গেছে ১৫৮ জন। আহত ৬ হাজারের বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী।

Exit mobile version