Site icon Jamuna Television

করোনায় মারা গেছেন রাজবাড়ী জেলা বিএমএ’র সভাপতি

রাজবাড়ী প্রতিনিধি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী জেলা বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিব) ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফা (৮০) মারা গেছেন। শনিবার রাত ৮টার দিকে তিনি ইন্তেকাল করেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে নিউমোনিয়া, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হওয়া ডাঃ মোঃ গোলাম মোস্তফা গত ৫ই আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন।

সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, বিকালে করোনার উপসর্গে অসুস্থ হয়ে ডাঃ মোঃ গোলাম মোস্তফা সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের মেডিসিন ও কার্ডিওলজী বিভাগের ডাঃ শামীম আহসান প্রথমে তাকে চিকিৎসা দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তিনি মারা যান।

তাকে রাজবাড়ী হাসপাতাল থেকে রেফারের পর ডাঃ মোঃ গোলাম মোস্তফার করোনা পজেটিভ বলে জানা যায়।

Exit mobile version