Site icon Jamuna Television

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৯ শিশু নিহত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ৯ শিশু নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি সামরিক জোটের বিমান হামলায় নয় শিশু নিহত হয়েছে। চলতি মাসে এ নিয়ে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তৃতীয়বারের মতো এমন হামলার ঘটনা ঘটলো। খবর আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিসা গ্রান্ডে শুক্রবার এক বিবৃতি দিয়ে জানান, বৃহস্পতিবার সড়কপথে ভ্রমণের সময় একদল মানুষের ওপর হামলার ঘটনা ঘটে। ওইদিন যারা হামলার শিকার হন তাদের বেশিরভাগ ছিল নারী ও শিশু। হামলায় নয় শিশু প্রাণ হারায়।

জাতিসংঘের ওই মানবিক সমন্বয়কারী তার দেওয়া বিবৃতিতে বলেন, হামলাটি ছিল হতবাক করার মতো এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। যেখানে হামলার ঘটনা ঘটেছে ওই এলাকাটি ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণে।

হুথি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেন সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট উত্তর ইয়েমেনের জাওয়াফ প্রদেশের পাহাড়ি এলাকায় ছয়টি বিমান হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

হুথি বিদ্রোহীরা বলছে, প্রাথমিক হিসাবে হামলায় বিশ জনের বেশি মানুষ মারা গেছে বলে জানতে পেরেছে তারা, যাদের বেশিরভাগ নারী ও শিশু। তবে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোয় সাংবাদিক ও সহায়তা কর্মীদের প্রবেশে কড়াকড়ি থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে নিশ্চিত করে কিছু জানায় যায়নি।

প্রসঙ্গত, কয়েক বছর ধরে ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা আছে। বৃহস্পতিবারের হামলার আগে গত ১৪ জুলাই হাজ্জাহ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় সাত শিশু নিহত হয়। যাদের মধ্যে অনেকের বয়স ছিল দুই বছরের কম। পরদিন উত্তরের জাওয়াফ প্রদেশে আরেকটি বিমান হামলা হয়। তাতে এক নবজাতক, ছয় শিশু ও দুজন নারীসহ ১০ জনের প্রাণহানি ঘটে।

Exit mobile version