Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু, নিখোঁজ ১২

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু, নিখোঁজ ১২

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১২ জন নিখোঁজ রয়েছে। খবর আল-জাজিরা।

দেশটিতে গত সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। ফলে বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার আরও ৬ হাজারের মতো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

১১টি প্রদেশ ও শহরের ৫ হাজার ৯শ’র বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

বন্যায় প্রায় ৯ হাজার তিনশো হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। শুক্রবার ভূমিধসের ঘটনায় পাঁচটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এতে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে।

Exit mobile version