Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমার নিহতের প্রতিবাদে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমার নিহতের প্রতিবাদে মানববন্ধন

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী ও সাইক্লিস্ট রেশমা নাহার রত্না নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন। এসময় বেপরোয়াভাবে গাড়ি চালানো মাইক্রোবাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কোন শিথিলতা নয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর দ্রুত বাস্তবায়ন করতে হবে। সড়কে পথচারীদের অগ্রধিকারের বাস্তবায়ন চান তারা। গভীর রাতে ও ভোরে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি সড়কে শৃঙ্খলার স্বার্থে পর্যাপ্ত বাস চলাচল নিশ্চিতের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে সংসদ ভবন এলাকায় সাইক্লেকিং করার সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত হয় রেশমা।

Exit mobile version