Site icon Jamuna Television

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩১৭ জন নিহত

ঈদুল আজহায় সীমিত আকারে যাতায়াত হলেও কমেনি সড়ক দুর্ঘটনা। সড়ক, রেল ও নৌ-পথে ২৩৮ টি দুর্ঘটনায় ৩১৭ জন নিহত। আহত হয়েছেন ৩৭০ জন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্রিফংয়ে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ যাত্রায় সড়ক-মহাসড়কে ২০১টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ২৪২ জন আহত হয়েছেন ৩৩১ জন।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, প্রতি বছরই আশঙ্কাজনক হারে বাড়ছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে না পারলে এই মৃতুর মিছিল রোধ করা সম্ভব নয়।

Exit mobile version