Site icon Jamuna Television

সিনহা হত্যার সুষ্ঠু তদন্তে স্বাধীন কমিশন গঠনের আহ্বান ডা. জাফরুল্লাহ চৌধুরীর

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার সুষ্ঠু তদন্তের জন্য স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। অন্যথায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় থেকে যাবে বলে জানান তিনি।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভাষানী পরিষদের এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। ভারতের সাথে অভিন্ন নদনদীর পানি বন্টন ইস্যুতে অন্যায্যতার প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়।

ডা. জাফরুল্লাহ অভিযোগ করেন, প্রতিবেশি দেশের আগ্রাসন প্রতিহত করতে সরকার ব্যর্থ হয়েছে।

গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণেই সবক্ষেত্রে বঞ্চনার শিকার বাংলাদেশ। মাওলানা ভাষানীর আদর্শে প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Exit mobile version