Site icon Jamuna Television

পাওনা টাকার জেরে সজীব বিল্ডার্সের মালিককে খুন

আর্থিক লেনদেনের বিরোধের জের ধরেই বসুন্ধরায় সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়ের খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর বনানীতে ডিএমিপর গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী এ তথ্য জানান।

নিহতের ছোট বোন জামাই মিলনকে গ্রেফতারের পরই এ তথ্য জানতে পারে পুলিশ।

পুলিশ জানায়, সজিব বিল্ডার্সে লেবার সর্দার হিসেব কর্মরত ছিলেন মিলন। প্রায় ৮ লাখ টাকা পাওনা হয় আবুল খায়ের কাছ থেকে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লোহার রোড ও কাঠ দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। ইতোমধ্যে মিলন আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।

এরআগে,গত শুক্রবার সকালে বসুন্ধরার একটি নির্মাণাধীন ভবনের চারতলা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Exit mobile version