Site icon Jamuna Television

সারা বিশ্বে উপসর্গবিহীন করোনা আক্রান্তের হার ৪০ শতাংশ

সারা বিশ্বে উপসর্গবিহীন করোনা আক্রান্তের হার ৪০ শতাংশ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষকদের দাবি, বিষয়টি উদ্বেগের নয়। বরং এ হার বাড়লে নিয়ন্ত্রণে আসবে মহামারি।

এদিকে, মহামারিতে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এখন প্রতি ৬৬ জন বাসিন্দার একজন করোনা আক্রান্ত। অনেক এলাকায় মোট আক্রান্তের ৯৬ শতাংশ পর্যন্ত উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রোগতত্ত্ববিদ মনিকা গান্ধির হিসেবে, সারা বিশ্বে উপসর্গবিহীন করোনা আক্রান্তের হার ৪০ শতাংশ। এ হার যতো বাড়বে, ততোই নিয়ন্ত্রণে আসবে মহামারি, এমনই দাবি তার।

মনিকা গান্ধি বলেন, “উপসর্গবিহীন রোগীর হার বাড়তে থাকা আসলে একদিক থেকে বেশ ভালো ব্যাপার। এতে কোনো ব্যক্তি কোভিড নাইনটিনে আক্রান্ত হলেও তার কোনো ক্ষতি হচ্ছে না। বড় পরিসর বিবেচনায় সমাজের জন্যও এটা উপকারী।”

গবেষকরা বলছেন, উপসর্গবিহীন রোগী দ্রুত সুস্থ হন। পাশাপাশি সংক্রমণের হার বাড়তে থাকার সাথে সাথে মানবদেহে সুনির্দিষ্ট ক্ষতিকর জীবাণু প্রতিরোধে এক ধরনের সক্ষমতা তৈরি হয়।

এদিকে, সংক্রমণে তৃতীয় শীর্ষ দেশ ভারতে মোট আক্রান্তের ৯০ শতাংশই উপসর্গবিহীন, দাবি নয়া দিল্লির। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে দৈনিক সংক্রমণ ৮শ’র ঘর থেকে নেমে এখন ৫শ’র নিচে স্থিতীশীল।

Exit mobile version