Site icon Jamuna Television

চলে গেলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী

চলে গেলেন প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলী। আজ রোববার রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরআগে, গতকাল ভোরে শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সুরকার আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। ২০১৫ সালে তাকে চিকিৎসার জন্য ব্যাংকক নেওয়া হলে সেখানে তার শারীরিক পরীক্ষার পর ফুসফুসে একটি টিউমার শনাক্ত হয়।

একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলী বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। এসব গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

Exit mobile version