Site icon Jamuna Television

করোনার মহামারিতে সক্ষমতা হারাচ্ছে সমবায় খাত

করোনার মহামারিতে সক্ষমতা হারাচ্ছে সমবায় খাত। স্বাভাবিক কর্মে ফিরতে পারেনি সাধারণ মানুষ, তাই সমবায়েও এখন দুর্দশা। শেয়ার-সঞ্চয়, কিস্তি কিম্বা মুনাফা; সবই এখন প্রায় বন্ধ। খাতা কলমে পৌনে দুই লাখ সমবায় প্রতিষ্ঠান থাকলেও, দেশে কার্যকর সমিতির সংখ্যা প্রায় ২৫ হাজার। আর এসব প্রতিষ্ঠানে কাজ করে নয় লাখ কর্মী। পরিচালন ব্যয় মেটাতে না পেরে গুটিয়ে নিয়েছে অনেক ছোট সমবায় প্রতিষ্ঠান।

সমবায় প্রতিমন্ত্রী বলছেন, প্রণোদনা বরাদ্দ চেয়ে প্রস্তাব দেয়া হলেও তাতে সায় দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়।

সমবায় খাতে সম্পৃক্ত এক কোটির বেশি মানুষ; সঞ্চয়ের পরিমাণ ১৩ হাজার কোটি টাকা। কিন্তু সরকারের নজরদারি অভাবে বিপর্যয়ের মুখে সমবায় খাত।

করোনাকালীন এই মন্দায় ঘুড়ে দাঁড়াতে নেই তেমন কোন পদক্ষেপ। সংকট উত্তরণে এনজিও খাত বড় অংকের প্রণোদনা পেলেও বঞ্চিত হয়েছে সমবায় প্রতিষ্ঠান।

অর্থমন্ত্রনালয়ে আড়াই হাজার কোটি টাকার প্রণোদনার দাবী করেছে সমবায় মন্ত্রনালয়। কিন্তু দেবার ক্ষেত্রে উৎসাহ দেখাচ্ছে না অর্থ বিভাগ।

স্বল্প সময়ে পুঁজির ব্যবস্থা না করা গেলে বিপর্যয়ের মুখে পড়বে লাখ লাখ সমবায়ী।

Exit mobile version