Site icon Jamuna Television

ক্রিকেটার মোশাররফ রুবেল ও তার বাবা করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও তার বাবা। বিষয়টি যমুনা টেলিভিশনকে নিজেই নিশ্চিত করেছেন এই ক্রিকেটার।

শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার কোভিড-১৯ টেস্ট করান মোশাররফ হোসেন রুবেল ও তার পরিবার। যেখানে রুবেল ও তার বাবার রিপোর্ট পজেটিভ আসে। তবে বাঁহাতি এই স্পিনারের স্ত্রী ও সন্তানের রিপোর্ট নেগেটিভ এসেছে। নিজ বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন রুবেল।

এই মুহূর্তে সুস্থ আছেন তিনি। তবে তার বাবা চিকিৎসাধীন অবস্থায় আছেন হাসপাতালে। ২০১৯ সালে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের হয়ে ৫ ওয়ানডে খেলা রুবেল।

ইউএইস/

Exit mobile version