Site icon Jamuna Television

হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালগুলোতে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হাসপাতালে অভিযান হয় না, অভিযান হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়।

তিনি বলেন, হাসপাতালে অনিয়ম অনুসন্ধান করা হয়। কোনো অভিযান বন্ধ হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার ভিত্তিতে যৌথভাবে এ অনিয়ম দেখা হবে।

এদিকে, লাইসেন্স নবায়ন ও অভিযান নিয়ে বেসরকারি হাসপাতালের চাপে পিছু হটেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।২৩ আগস্ট হাসপাতালের লাইসেন্স নবায়নের সময় টাস্কফোর্স বেঁধে দিলেও মন্ত্রণালয় বলছে, এই সময়ের মধ্যে শুধু আবেদন করতে হবে।

রোববার সকালে সচিবালয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বৈঠক শেষে স্বাস্থ্য সচিব অবশ্য বলেছেন, এক্ষেত্রে তারা নতি স্বীকার করেননি।

ইউএইস/

Exit mobile version