Site icon Jamuna Television

হঠাৎ বন্যায় গ্রিসে নিহত পাঁচ, নিখোঁজ আরও দুই জন

হঠাৎ বন্যায় গ্রিসে নিহত পাঁচ, নিখোঁজ আরও দুই জন

ভারী বৃষ্টিপাতে সৃষ্ঠ আকস্মিক বন্যায় ইউরোপের দেশ গ্রিসে নিহত পাঁচ, নিখোঁজ আরও দুই জন। বন্যায় বিপর্যস্ত উত্তর গ্রিস, ইউবোয়া দ্বীপ ও মধ্য গ্রিসের বিভিন্ন শহর।

বিশেষ করে পাঁচদিনব্যাপী টানা বর্ষণে প্লাবিত হয় উত্তর গ্রিসের বেশ কিছু শহর। নিহত পাঁচজনের মধ্যে দু’জন ৮০ বছর বয়সী বৃদ্ধ ও একজন আট মাস বয়সী শিশু। তারা সবাই নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে প্রাণ হারান।

রোববার উদ্ধার অভিযানে নেমেছে দমকলবাহিনী। বাড়ি এবং গাড়িতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও নৌকা। কাজ করছেন শতাধিক দমকল কর্মী। বন্যা কবলিতদের জন্য জরুরী ভিত্তিতে দেড় লাখ ইউরো বরাদ্দ দিয়েছে দেশটির সরকার।

Exit mobile version